BY- Aajtak Bangla
3 July 2024
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পেকে যায়। আবার কারও চুল পড়ে যায়।
চুল যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়। তাই চুল পড়ে গেলে অনেকেরই মুখ বেজাড় হয়।
কালো কুচকুচে চুল সকলেই চান। সে কারণে অনেকে কলপ করেন আবার কেউ রং করেন।
তবে এসব করলেও ফল দীর্ঘমেয়াদী হয় না। ঘরোয়া এই পদ্ধতিতেই বুড়ো বয়সেও কালো চুল থাকবে। .
বিশেষজ্ঞদের মতে, নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী। চুলকে ভিতর থেকে পুষ্টি জোগায় এই তেল।
তবে শুধু নারকেল তেল নয়, নারকেল তেলে কুমড়োর বীজ মেশালে দারুণ উপকার পাওয়া যায়। ।
চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে কুমড়োর বীজ। ।
নারকেল তেলে কুমড়োর বীজ ফেলে সেই তেল মাথার স্ক্যাল্পে ভাল করে লাগান। ।
তারপরে ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিলেই ফল পাবেন।