BY- Aajtak Bangla

স্নানের জলে শুধু এটি মেশান, ঘাম হলেও গা থেকে বেরোবে মিষ্টি গন্ধ 

18  April  2024

গরমে আমাদের সকলেরই ঘাম হয়। আর ঘাম মানেই দুর্গন্ধ।

ঘামের পচা গন্ধ সহ্য করা যায় না। তাই আমরা এই সময় বেশি করে পারফিউম ব্যবহার করি।

কিন্তু পারফিউম ব্যবহার করলেও দীর্ঘ সময় পর ঘামের গন্ধ শরীরে লেগে থাকে। যার জেরে অনেকেই অস্বস্তিতে পড়েন।

তবে স্নান করার সময় জলে কিছু জিনিস মেশালে শরীর থেকে আর ঘামের গন্ধ বেরোবে না। জেনে নিন...

স্নানের জলে নারকেল তেল ফেলে দিন। এতে শরীর তরতাজা থাকবে এবং ঘামের গন্ধ বেরোবে না।

স্নানের জলে হলুদ কুচি ফেলে দিন। তারপরে স্নান করলে ভীষণ ফ্রেশ লাগবে। সুগন্ধ লেগে থাকবে সারা শরীরে। 

স্নানের জলে বেকিং সোডা মেশালেও উপকার পাবেন। এতে ঘামের গন্ধ হবে না আর।

স্নানের জলে নিমপাতা ফেলে রাখলেও শরীর থেকে ঘামের গন্ধ দূর হবে।