BY- Aajtak Bangla

এই মশলা মেশান ঘর মোছার জলে, সুখ-সম্পদ উপচে পড়বে 

1 September  2024

আমরা রোজই ঘর পরিষ্কার করি। নোংরা সাফ করতে অনেকেই নিয়মিত ঘর মোছেন অনেকে।

 নিয়মিত ঘর মুছলে পোকামাকড়ের উপদ্রব কমে। রোগজীবাণু দূর হয়।

আবার জ্যোতিষ মতে ঘর পরিচ্ছন্ন রাখলে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন। এতে সংসার সুখের হয়।

জ্যোতিষ মতে, ঘর মোছার জলে হলুদ মেশালে নানা উপকার পাওয়া যায়।

হলুদ মেশানো জল দিয়ে ঘর মুছলে ঘরে সুখ থাকবে। . .

হলুদ মেশানো জল দিয়ে ঘর মুছলে অর্থকষ্ট থাকে না কখনও। . .

জলে হলুদ মিশিয়ে ঘরে মুছলে গ্রহের দোষ কেটে যায়।

হলুদ মেশানো জল দিয়ে ঘর মুছলে বাস্তুদোষ কেটে যায়।