BY- Aajtak Bangla

ঘর মোছার জলে মেশান রান্নার এই মশলা, সুখ-ধন বাড়তেই থাকবে

9 APRIL, 2025

ঘর পরিষ্কার রাখা খুব জরুরি। তাই নিয়মিত আমরা ঘর মুছি।

ঘর পরিষ্কার

নিয়মিত ঘর মুছলে রোগজীবাণু দূর হয়।

জীবাণু দূর হয়

আবার জ্যোতিষ মতে ঘর পরিচ্ছন্ন রাখলে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন। এতে সংসার সুখের হয়।

সুখের সংসার

জ্যোতিষ মতে, ঘর মোছার জলে হলুদ মেশালে নানা উপকার পাওয়া যায়।

হলুদ

হলুদ মেশানো জল দিয়ে ঘর মুছলে ঘরে সুখ থাকবে।

সুখ

হলুদ মেশানো জল দিয়ে ঘর মুছলে অর্থকষ্ট থাকে না কখনও।

অর্থকষ্ট

হলুদ মেশানো জল দিয়ে ঘর মুছলে বাস্তুদোষ কেটে যায়।

বাস্তুদোষ

জলে হলুদ মিশিয়ে ঘরে মুছলে গ্রহের দোষ কেটে যায়।

গ্রহের দোষ