BY- Aajtak Bangla
21 May 2024
চুল পড়ার সমস্যায় অনেকেই ভোগেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টাক পড়ে যায় অনেকের।
আবার কারও অল্প বয়সেই চুল পড়ে যায়। ফলে চুলের সমস্যায় অনেকেই জেরবার হন।
টাকে চুল গজানোর জন্য অনেকে নানা কসরত করেন। তবে ঘরোয়া উপায় মেনে এই কাজ করলে ম্যাজির ঘটবে।
বিশেষজ্ঞদের মতে, ত্রিফলা আমাদের চুলের জন্য খুব ভাল। ত্রিফলা হল আমলকি, হরিতকী এবং বয়েড়া।
ত্রিফলার তেল নিয়মিত লাগালে চুলের গোড়া মজবুত হবে এবং ঘন কালো হবে। . .
নিয়মিত চুলে ত্রিফলার তেল লাগালে চুলের কালো রং অটুট থাকবে। কীভাবে বানাবেন এই তেল? . .
একটি পাত্রে নারকেল তেল নিয়ে গরম করুন। সামান্য গরম হলে তাতে ত্রিফলা মেশান।
কিছুক্ষণ ফোটানোর পর পাত্রটি নামিয়ে ঠান্ডা করুন। তারপরে ছেঁকে নিন। ।
এবার এই তেল ভাল করে মাথায় লাগিয়ে ১ ঘণ্টা রাখুন। তারপরে শ্যাম্পু করে নিন। এতেই চুল ভাল থাকবে।