BY- Aajtak Bangla
17 July 2024
বয়স হলে আমাদের মুখের চামড়া কুঁচকে যায়। কারও আবার মুখে বলিরেখা পড়ে।
ফলে সহজেই চেহারায় বুড়োটে ছাপ পড়ে। যার ফলে অনেকেই চিন্তায় পড়েন।
চামড়া যাতে কুঁচকে না যায়, সেজন্য অনেকে ত্বকের যত্ন নেন। কেউ পার্লারে যান, আবার কেউ নানা প্রসাধনী লাগান মুখে।
তবে রোজ রাতে যদি নারকেল তেল মুখে লাগান, তা হলে দারুণ উপকার পাবেন। . .
নারকেল তেল আমাদের ত্বকের জন্য খুব উপকারী। নিয়মিত মুখে নারকেল তেল মুখে লাগালে জেল্লা বাড়বে।
শুধু নারকেল তেল নয়, এর সঙ্গে লাগান ভিটামিন ই ক্যাপসুল। ।
ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ভাল করে রাতে মুখে মালিশ করতে হবে।
নিয়মিত এভাবে মুখে মালিশ করলে, ত্বকের বলিরেখা দূর হবে। চামড়া থাকবে টানটান।