24 April, 2025

BY- Aajtak Bangla

চুল হবে ঘন ও জেল্লাদার, নারকেল তেলে মেশান ৫ টাকার এই ক্যাপসুল

চুল পড়ে যাওয়া, জেল্লাহীন চুল শীতে সাধারণ সমস্যা।  

চুল ঘন ও জেল্লাদার করতে অনেকেই ঘরোয়া উপায় নেন। চুলের যত্নের জন্য নানা তেল বাজারে পাওয়া যায়। 

পার্লারে হেয়ার কেয়ার ব্যয়বহুল। অথচ মাত্র ৫ টাকায় চুলের যত্ন নিতে পারেন। কীভাবে?

চুলের যত্নে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন ভিটামিন ই ক্যাপসুল। জানুন পদ্ধতি

ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। চুল ও ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। চুল বৃদ্ধি পায়।

প্রথমে নারকেল তেল হালকা গরম রাখুন। বাজার থেকে কিনে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে মেশান। ২ চামচ তেলে একটি ট্যাবলেট।

এই তেল আঙুল দিয়ে লাগান চুলের গোড়ায়। হালকা হাতে ১৫ মিনিট ম্যাসাজ করুন। রক্তসঞ্চালন বাড়ে। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

সপ্তাহে দু'বার ব্যবহার করুন ভিটামিন ই দেওয়া এই তেল। এক মাসেই ফারাক দেখতে পারবেন।

এই তেল চুলের গোড়া শক্ত করে। চুলকে করে জেল্লাদার।

ভিটামিন ই চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। চুলকে করে জেল্লাদার ও মজবুত।