BY- Aajtak Bangla

তরমুজের বীজ লাগান মাথায়, তাতেই গজাবে মিশমিশে কালো চুল, কীভাবে মাখবেন, জানুন

7 May 2025

গরমে তরমুজ খেতে অনেকেই ভালবাসেন। তরমুজ খেলে নানা উপকার হয়।

তরমুজ

তরমুজ আমাদের চুলের জন্যও উপকারী। তরমুজের বীজ মাথায় লাগালে চুল গজায়।

চুলের জন্য উপকারী

তরমুজের বীজ মাথায় লাগালে চুলের গোড়া মজবুত হয়। কালো চুল গজায়।

চুলের গোড়া মজবুত হয়

তরমুজের বীজ কীভাবে মাথায় লাগাবেন, জেনে নিন পদ্ধতি...

কীভাবে মাখবেন

প্রথমে তরমুজের বীজ ভাল ভাবে ধুয়ে শুকনো করে নিন। তার পরে কড়াই আঁচে বসিয়ে তাতে নেড়ে নিন।

বীজ ভাল করে ধুয়ে নিন

তরমুজের বীজ এবার মিহি করে গুঁড়ো করে নিতে হবে।

বীজ গুঁড়ো করতে হবে

এবার জল দিয়ে তরমুজের বীজের গুঁড়ো পেস্ট করে নারকেল তেলে মেশান। তারপর মিশ্রণটি হাল্কা গরম করতে হবে।

নারকেল তেলে মেশান

এরপরে তরমুজের বীজের তেলের সঙ্গে দই, মধু চটতে মাথায় মাখুন। ৩০ মিনিট পরে ধুয়ে নিলেই ফল পাবেন।

ফল পাবেন