BY- Aajtak Bangla

একেবারে ঝকঝকে- তকতকে হবে নোংরা মিক্সার গ্রাইন্ডার, পরিষ্কার করার  স্মার্ট ট্রিকস 

15 JULY, 2024

শিলনোড়াতে মশলা বাটার চল এখন অনেকটাই কমেছে। সেই স্থান নিয়েছে রকমারি মিক্সার গ্রাইন্ডার। 

রোজকার ব্যবহারে এই যন্ত্র, রান্নাঘরের অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী। তবে এটি সঠিক ভাবে পরিষ্কার করা জরুরি। 

রোজ সাবান দিয়ে মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করা একেবারে ঠিক নয়। বুঝে উঠতে পারছেন না, কীভাবে পরিষ্কার করবেন? রইল স্মার্ট এবং সহজ উপায়।

ওয়াশিং পাউডার, লিক্যুইড ডিশওয়াশার ক্লিনার, বেকিং পাউডার, লিক্যুইড ডিটারজেন্ট, ভিনেগার ইত্যাদি মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করার সেরা ক্লিনিং এজেন্ট।

ডিশওয়াশার ক্লিনার সামান্য জলে মিশিয়এ, স্ক্রাবে লাগিয়ে মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করুন। এটি দিয়ে গ্রাইন্ডারের প্রতিটি অংশ পরিষ্কার করতে পারেন। হয়ে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।

বাড়িতে একটি খালি স্প্রে বোতলে ২ টেবিল চামচ সাদা ভিনেগারের সঙ্গে হালকা গরম জল যোগ করুন। আপনি এই সমাধানে কিছু তরল ক্লিনার যোগ করতে পারেন।

এই দ্রবণটি মিক্সার গ্রাইন্ডারের দাগযুক্ত অংশে স্প্রে করুন। হয়ে গেলে, একটি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করুন।

একটি বাটিতে ২ টেবিল চামচ বেকিং পাউডারে খুব অল্প জল দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি গ্রাইন্ডারের বাইরে ও ভিতরে লাগান। ২০ মিনিট পরে পরিষ্কার  করুন। 

ডিটারজেন্ট মেশানো জলে গ্রাইন্ডারের রাবার গ্যাসকেট  ১০ মিনিট ডুবিয়ে রেখে, এরপর ভাল করে পরিষ্কার করুন।

জল ফুটিয়ে এক চিমটি নুন দিন। ঘরের তাপমাত্রায় জল ঠাণ্ডা হলে, এতে জার ও জার ক্যাপটি রাখুন। কিছুক্ষণ পরে শুকিয়ে নিন।