8 SEP, 2024

BY- Aajtak Bangla

টাকা খরচ হবে না, মোবাইলের স্ক্রিন চকচকে করে দেয় রান্নাঘরের এই জিনিস  

মোবাইল এখন সবার হাতেই থাকে। বহুল ব্যবহারের ফলে মোবাইল নোংরা হয়ে যায়।

হাতর ঘাম, ছোপ, দাগ পড়ে যাওয়ায় স্ক্রিন দেখতে খারাপ লাগে। স্ক্রিন পরিষ্কার করতে অনেকে মোবাইলের দোকান থেকে লিকুইড কেনেন।

তবে সেই লিকুইড কিনতে টাকা খরচ করতে হয়। অনেকে আবার মোবাইল মোছার কাপড়ও কেনেন। তাতেও খরচ বাড়ে।

তবে রান্না ঘরের একটা জিনিসেই মোবাইল একদম ক্লিন হয়ে যায়। স্ক্রিনে থাকা দাগ, ছোপ নিমেষে দূর হবে। 

সেটি হল রান্নার কাজে ব্যবহৃত তেল। একটা শুকনো কাপড়ের ছোট্ট জায়গাতে সামান্য তেল লাগাতে হবে। মোবাইলের যে জায়গাতে ছোপ পড়েছে সেখানে হাল্কা হাতে ঘষতে হবে। 

তাহলেই মোবাইলের দাগ উঠে যাবে। আরও নানাভাবে মোবাইলের দাগ বা ছোপ পরিষ্কার করা যায়। 

স্ক্রিনে যদি দাগ বা ছোপ পড়ে তাহলে সেখানে সামান্য টুথপেস্ট দিন। তারপর সেই জায়গাটিতে ঘষতে থাকুন। 

১০ থেকে ১৫ সেকেন্ড ঘষলেই দাগ উঠে যাবে। মোবাইলের পার্মানেন্ট দাগ তুলতে টুথপেস্ট খুব কার্যকর ভূমিকা নেয়।

মাইক্রোফাইবার ক্লথ মোবাইলের স্ক্রিনের জন্য উপকারী। মাইক্রোফাইবার ক্লথ বা তোয়ালের নরম কাপড় দিয়ে মোবাইলের স্ক্রিন পরিষ্কার করা উচিত।