BY- Aajtak Bangla
3 April 2024
ঘরে মশা-মাছির উপদ্রব লেগেই থাকে। বিশেষ করে, মাছির জ্বালায় অতিষ্ট হতে হয়।
আবার মশা কামড়ালে বিপদ। ঘরে মশা তাড়ানোর জন্য কত কিছুই না করি আমরা।
মশা-মাছি তাড়ানোর জন্য অনেক সময় আমরা নানা ধরনের স্প্রে ব্যবহার করে থাকি।
তবে এত কিছু করার দরকার পড়বে না। শুধু রেখে দিন মোগরা ফুল।
এই ফুল ঘরে রাখলেই ঘর থেকে পালাবে মশা-মাছি। এই ফুলের গন্ধ সহ্য করতে পারে না মশা-মাছি।
এই ফুলের স্বাস্থ্যগুণও রয়েছে। এই ফুলের রস সেবন করলে ডায়াবেটিসের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
এই ফুল মুখে লাগালে দাগছোপ দূর হয়। বলিরেখার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
এই ফুল ঘরে রাখলে পোকামাকড়ের উপদ্রব কমে। ।