11 October, 2024

BY- Aajtak Bangla

বয়ফ্রেন্ড মায়ের কথায় ওঠে-বসে? জানুন এভাবে

দেখা যায়, কিছু ছেলের সঙ্গে মায়ের অ্যাটাচমেন্ট এত বেশি থাকে যে তাঁরা স্ত্রীকে যথাযথ জায়গাটুকু দিতে পারেন না। এটা তখন পরিবারে সমস্যা তৈরি করে। 

একজন পুরুষের মধ্যে বিয়ের আগে এতটুকু ম্যাচিউরিটি আসা উচিত যে তিনি তাঁর মাকে মায়ের জায়গায় আর স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখতে পারেন।

মায়ের দিকে যদি বেশি ঝুঁকে থাকেন, তখন তাঁকে ‘মাম্মাস বয়’ বলা হয়। মায়ের সঙ্গে ছেলের এই অতিরিক্ত সংযুক্তি স্ত্রীর জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।

বিয়ের পর যদি বুঝতে পারেন যে স্বামী আসলে একজন ‘মাম্মাস বয়’, তখন তাঁকে নিয়ে আলোচনায় বসতে হবে। স্বামীর সঙ্গে ঠান্ডা মাথায় বসে কথা বলতে হবে। 

এ ক্ষেত্রে ছেলের মায়েদের অবশ্যই বুঝতে হবে যে তাঁর সন্তানের আলাদা জীবন শুরু হচ্ছে। তাঁকে সহযোগিতা করতে হবে, যেন তিনি নতুন জীবনে ভালো থাকেন। 

ছেলের স্ত্রীকে প্রতিযোগী না ভেবে তাঁকে ছেলের জীবনের নতুন গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে হবে। ছেলের বউ যে কাজের লোক না বা সাজিয়ে রাখার কোনো জিনিস না, সেটি বুঝতে হবে।

একজন মানুষের ব্যক্তিস্বাতন্ত্র্যকে প্রাধান্য দিতে হবে। 

সব স্কুলকে শেখাতে হবে যে প্রত্যেক মানুষকে স্বতন্ত্র হিসেবে বিচার করতে হবে।

বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন হবে, দায়িত্ব কেমন হবে, পরিবারে কার কী প্রত্যাশা, কে কী ভাবছেন—এসব নিয়ে আলোচনা করে তারপর সম্পর্ক শুরু করা উচিত।