নেটপাড়ায় উষ্ণতা বাড়াচ্ছেন 'রেড হট' মোনালিসা

BY: Aajtak Bangla  21 August 2021

অভিনেত্রী মোনালিসা সবসময় তাঁর স্টাইল স্টেটমেন্টের জন্য আলোচনায় থাকেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে লাল শাড়িতে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে প্রশংসায় ভরাচ্ছেন নেটিজেনরা।

শ্যুটিংয়ের ফাঁকেই ফটো সেশন করে, ছবিগুলি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, 'লাস্ট অফ দ্য রেড হট লাভার্স"।

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় তিনি। ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন সব লুকেই ছবি-ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো'-তে ঝুমা বৌদি রূপে মোনালিসা-র লাস্যময়ী রূপে মুগ্ধ হয়েছেন অনেকেই।

ভোজপুরি ছবিতে সবচেয়ে জনপ্রিয় হলেও হিন্দি, ওড়িয়া, তামিল,কন্নাড়, তেলুগু ও বাংলা ছবিতেও একাধিক কাজ করেছেন মোনালিসা।

জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' সিজন ১০-র প্রতিযোগীও ছিলেন মোনালিসা।

এরকম আরও
স্টোরি চাই?

More WEB sTORIES