13 June, 2025

BY- Aajtak Bangla

ঘরের এই জায়গায় রেখে দিন দুটো লবঙ্গ, টাকায় ভরে উঠবেন

অনেক কষ্ট করেও আয় বাড়ছে না। টাকা থাকছে না হাতে। সৌভাগ্য ফিরে পেতে লবঙ্গ হলেই হবে। 

অনেক সময় দেখা যায়, ঘরে কোনও বাস্তু দোষ থাকলে টাকা হাতে আসে না। সেই বাস্তু দোষ কাটায় লবঙ্গ।

কীভাবে লবঙ্গের টোটকায় ভাগ্য ফেরাবেন, রইল সেই টিপস। 

ঘরের প্রধান দরজায় রেখে দিন লবঙ্গ। শুভ কাজে বের হওয়ার আগে লবঙ্গ রেখে দিন দরজায়।

বাড়ির মূল প্রবেশদ্বারে জোড়া লবঙ্গ রাখলে ঘর ভরে ওঠে সুখ-সমৃদ্ধিতে। পরিবারের সদস্যরাও থাকেন শান্তিতে।

ঘরের মূল প্রবেশদ্বারে দুটি লবঙ্গ রাখলে নেতিবাচক শক্তি ধারেকাছে ঘেঁষে না। ইতিবাচক শক্তি আসে ঘরে।

দরকারি কাজে বাইরে বের হলে দরজার কাছে রাখুন ২টি লবঙ্গ। সেই কাজে সফল হবেন। 

লবঙ্গ লাল কাপড়ে মুড়িয়ে রাখুন টাকা রাখার জায়গায়। টাকার টানাটানি হয় না। 

ঘরে কুদৃষ্টি পড়লে লবঙ্গ ও কর্পূর পুড়িয়ে দিন। ঘরে থাকবে সুখ। হাতে টাকা না এলে দরজায় লবঙ্গ রাখুন। 

গরুকে রুটি দেওয়ার আগে স্নান করুন। গরুতে দেব-দেবীর বাস করেন।