BY: Aajtak Bangla 

এই ৫ কু-অভ্যাস জীবনে অর্থকষ্টের কারণ

9 APRIL 2023

প্রত্যেক মানুষের আলাদা আলাদা অভ্যাস থাকে। প্রতিটি ভাল বা খারাপ অভ্যাসের সঙ্গে গ্রহগুলির সরাসরি সম্পর্ক রয়েছে।

সুঅভ্যাস আমদের সম্মান ও প্রতিপত্তি দেয়। সেই সঙ্গে কু-অভ্যাসের কারণে নানা সমস্যায় পড়তে হয়।

এমনই পাঁচটি কু-অভ্যাসের কথা জেনে নিন, যা দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে।

নখ কামড়ানো রাশিফলের দুর্বল সূর্যের লক্ষণ। বলা হয় নখ কামড়ালে জীবনে মানহানির সম্মুখীন হতে হয়।

মাটিতে পা টেনে হাঁটাও খুব অশুভ বলে মনে করা হয়। এই বদ অভ্যাস দাম্পত্য জীবনের মাধুর্য নষ্ট করতে পারে।

রান্নাঘরে বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখাও খুব খারাপ অভ্যাস। এতে অর্থের অপচয় হয় এবং জীবনে দারিদ্র্য আসে।

যারা রাস্তায় থুতু ফেলে তাদের চন্দ্র বা শুক্র অশুভ হয়। এরা সর্বদা অর্থ ক্ষতির সম্মুখীন হয়।

খাবার খেয়ে বাসন রেখে দিলে চন্দ্র ও শনি ক্ষুব্ধ হন। এই খারাপ অভ্যাস উন্নতির পথকে আরও কঠিন করে তোলে।

এই অভ্যাসগুলি পরিবর্তন না করলে আর্থিক অনটন দেখা দিতে পারে।

Money Loss: প্রত্যেক মানুষের আলাদা আলাদা অভ্যাস থাকে। প্রতিটি ভাল বা খারাপ অভ্যাসের সঙ্গে গ্রহগুলির সরাসরি সম্পর্ক রয়েছে। সুঅভ্যাস আমদের সম্মান ও প্রতিপত্তি দেয়। সেই সঙ্গে কু-অভ্যাসের কারণে নানা সমস্যায় পড়তে হয়। এমনই পাঁচটি কু-অভ্যাসের কথা জেনে নিন, যা দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে।