4 SEPTEMBER, 2024
BY- Aajtak Bangla
বাস্তুশাস্ত্রে যেমন বাড়ির সবকিছু রাখার দিক নির্দেশ করা হয়েছে, তেমনি মানি প্ল্যান্ট রাখার সঠিক দিকও বলা হয়েছে।
এছাড়া মানি প্ল্যান্ট থেকে টাকা পাওয়ার কিছু নিয়মও বলা হয়েছে। তবেই মানি প্ল্যান্ট লাগালে পূর্ণ লাভ হয় এবং মা লক্ষ্মী সদয় হন।
মানি প্ল্যান্ট লাগালে ঘরে ধন-সম্পদ বৃদ্ধি পায়। এটি ঘরে ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং নেতিবাচক শক্তি দূর করে। তবে এর জন্য বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্টের নিয়ম মেনে চলা দরকার।
ভুল দিকে রাখা মানি প্ল্যান্ট টাকা ঘরে থাকতে দেয় না। বরং ঘরে দারিদ্র্য সৃষ্টি করে। এমন বাড়িতে মা লক্ষ্মী থাকেন না।
ভুল দিকে রাখা মানি প্ল্যান্ট টাকা ঘরে থাকতে দেয় না। বরং ঘরে দারিদ্র্য সৃষ্টি করে। এমন বাড়িতে মা লক্ষ্মী থাকেন না।
বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট দক্ষিণ-পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয়। এখানে রাখা মানি প্ল্যান্ট সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধি বাড়ায়।
বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্ট কখনই উত্তর-পূর্বে অর্থাৎ ঈশান কোণে রাখা উচিত নয়। এটি করলে লাভের পরিবর্তে ক্ষতি হয়।
বাড়ির পশ্চিম ও পূর্ব দিকে মানি প্ল্যান্ট লাগানো থেকে বিরত থাকতে হবে। এছাড়াও মনে রাখবেন মানি প্ল্যান্ট কখনোই মাটিতে লাগাবেন না। এটি সর্বদা একটি পাত্র বা বোতলে রোপণ করুন।
মানি প্ল্যান্টের লতা যাতে উপরের দিকে থাকে সে ব্যবস্থা করুন। এর লতা মাটিতে ঝুলতে দেবেন না। এমনটা হলে অশুভ ফল পাওয়া যায়।
মানি প্ল্যান্ট শুক্র গ্রহ এবং মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত। তাই আপনি যদি মানি প্ল্যান্ট লাগিয়ে ধনী হতে চান, তাহলে শুক্রবার বাড়িতে মানি প্ল্যান্ট লাগান।
কখনোই শুকনো মানি প্ল্যান্ট লাগাবেন না। অবিলম্বে এটি সরান এবং তার জায়গায় একটি নতুন মানি প্ল্যান্ট লাগান। মাঝে মাঝে মানি প্ল্যান্টের শুকনো পাতা ফেলতে থাকুন। অন্যথায় অগ্রগতি বন্ধ হয়ে যাবে।