BY- Aajtak Bangla
18 APRIL 2025
সবাই চায় মানি প্ল্যান্ট লাগাতে, সেটা বাড়ি হোক বা অফিস। যারা গাছপালা ভালোবাসে তাদের অবশ্যই মানি প্ল্যান্ট থাকে।
গরমে মানি প্ল্যান্ট গাছ হলুদ হতে শুরু করলে দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক।
জেনে নিন কোনও খরচ ছাড়া কীভাবে এই সমস্যার সমাধান হবে।
পেঁয়াজের খোসা থেকে তৈরি দ্রবণের সাহায্যে মানি প্ল্যান্টের হলুদ পাতা আবার সবুজ হয়ে উঠবে।
এই সমাধানটি সম্পূর্ণ প্রাকৃতিক, এটি ব্যবহার করলে মানি প্ল্যান্ট ফুলে উঠবে।
প্রথমে একটি পাত্রে পেঁয়াজের খোসা কুড়িয়ে নিন। তারপর একই পাত্রে এক লিটার জল দিয়ে গ্যাসে মাঝারি আঁচে ফুটিয়ে নিন।
জলের রং হালকা বাদামী না হওয়া পর্যন্ত ফুটিয়ে নিন। এর পর গ্যাস বন্ধ করে ঠাণ্ডা হতে দিন।
জল ঠাণ্ডা হলে আলাদা পাত্রে ছেঁকে নিন। এখন সমাধান প্রস্তুত। আপনি এটি সরাসরি মানি প্ল্যান্ট গাছে ঢেলে দিতে পারেন। এই সমাধানটি সপ্তাহে দু'বার ব্যবহার করা যেতে পারে।