BY- Aajtak Bangla
v
19 October, 2024
গাছপালা ঘরে ইতিবাচকতা নিয়ে আসে। বাস্তু দোষ ঘর থেকে দূর হয়।
গ্রহের সঙ্গেও সম্পর্কিত গাছপালা।
লজ্জাবতীর সম্পর্ক শনি গ্রহের সঙ্গে। কলা গাছের সঙ্গে দেবগুরুর। মানি প্ল্যান্টের সঙ্গে যোগ লক্ষ্মীর।
শুক্র গ্রহ শারীরিক সুখ, বৈভব, সম্পদ, গৌরব ও সম্মান ইত্যাদির কারক।
বাড়িতে মানি প্ল্যান্ট সঠিক দিকে রাখা হলে মা লক্ষ্মীর সঙ্গে শুক্রও প্রসন্ন হন।
মানি প্ল্যান্ট গাছটি ঘরে লাগানো হলে সম্পদের অভাব হয় না।
বাড়িতে ভুল দিকে মানি প্ল্যান্ট লাগালে বাড়ির বাস্তু দোষ ও অর্থহানি হয়।
ঘরে মানি প্ল্যান্ট কোন দিকে রাখলে উন্নতি করবেন
মানি প্ল্যান্ট দক্ষিণ-পূর্ব দিকে লাগান। এই দিকের অধিপতি হলেন গণেশ। সমৃদ্ধি মেলে।
মানি প্ল্যান্ট কখনও উত্তর-পূর্ব দিকে রাখবেন না। সবচেয়ে নেতিবাচক দিক। আর্থিক ক্ষতি বাড়ে।