14 June, 2023

 বাড়িতে 'টাকার গাছ' রাখুন এই দিকে, অর্থবৃষ্টি হবে

বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্টের বিশেষ গুরুত্ব রয়েছে। 

বাস্তু বিশেষজ্ঞদের মতে, মানি প্ল্যান্ট সঠিক ভাবে না লাগালে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে। 

বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, মানি প্ল্যান্ট সঠিক দিকে লাগালে শুভ ফল পাওয়া যায়।

বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে অর্থাৎ অগ্নিকোণে মানি প্ল্যান্ট লাগানো সবসময় শুভ।

বাড়ির উত্তর-পূর্ব দিকে অর্থাৎ উত্তর-পূর্ব কোণে মানি প্ল্যান্ট লাগাবেন না।

  

উত্তর-পূর্ব কোণে  মানি প্ল্যান্ট লাগালে মানুষ মানসিকভাবে চাপে থাকে।  

বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে রাখা মানি প্ল্যান্ট অশুভ সঙ্কেত দেয়।

মনে রাখবেন মানি প্ল্যান্ট যেন কখনই শুকিয়ে না যায়। 

মানি প্ল্যান্ট শুকিয়ে গেলে তা বাড়ির অর্থনৈতিক অবস্থার ক্ষতি করে। 

বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, খেয়াল রাখা উচিত  গাছটি যেন কখনও মাটি স্পর্শ না করে।