13 April, 2024

BY- Aajtak Bangla

৪০ ডিগ্রিতেও শুকোবে না মানি প্ল্যান্ট, যত্নে রাখুন এই টিপসে

গরমের দাপট শুরু হয়ে গেছে। গ্রীষ্মকালে, বাগানের বেশিরভাগ গাছপালা শুকিয়ে যেতে শুরু করে।

বাগান ছাড়াও ইনডোর প্ল্যান্টগুলিও এই দিন শুকিয়ে যায়। 

যদি বাড়িতে মানি প্ল্যান্ট শুকিয়ে যায়, তবে কিছু টিপস জেনে রাখা উচিত। কারণ, বাস্তুশাস্ত্র অনুযায়ী মানি প্ল্যান্ট শুকিয়ে গেলে তা অর্থহানির কারণ হতে পারে। তাই চেষ্টা করবেন মানি প্ল্যান্ট সবসময় যেন সবুজ-সতেজ থাকে।

মানি প্ল্যান্ট যদি জলে রেখে থাকেন তাহলে প্রতি সপ্তাহে জল পরিবর্তন করতে হবে। পাতার গায়েও জল স্প্রে করতে হবে। 

এটা গুরুত্বপূর্ণ যে মানি প্ল্যান্ট যে পাত্রে রেখেছেন তাতে যেন আলো পড়ে। তবে তীব্র সূর্যালোকে রাখবেন না।

মানি প্ল্যান্ট মাটিতে রাখলে দেখে নেবেন মাটি ভেজা আছে কিনা। মাটি ভেজা থাকলেও জল দিলে অতিরিক্ত জল পেয়ে গাছ মরে যেতে পারে। উল্টে পাতা আরও শুকিয়ে যেতে পারে।

কোনও ডাল শুকিয়ে গেলে তা কেটে সঙ্গে সঙ্গে আলাদা করে দিন। এভাবে মানি প্ল্যান্ট সবুজ ও সতেজ থাকবে।