19th October, 2024

BY- Aajtak Bangla

সংসারের খরচ বাঁচাতে চান? পাকা গৃহিনীর ৪ মোক্ষম টিপস

জীবনে ভালো থাকতে গেলে সংসারে সচ্ছলতা খুব দরকার। কিন্তু মাসের বেতন আসর সঙ্গে সঙ্গে তা ফুরিয়ে যায় মাসের মাঝেই।

তাই আয় অনুযায়ী ব্যয় করার পাশাপাশি সঞ্চয় করা উচিত। সংসারের অতিরিক্ত খরচও কমাতে হবে।

একটু কৌশলী হলে বাঁচাতে পারেন সংসারের বাড়তি খরচ। তাহলে জেনে নিন সেই উপায়।

আগে থেকেই সংসারের ব্যয়ের হিসাব ঠিক করে রাখুন। এবার ঠিক করুন কোন কোন খাতে চাইলেই আপনি খরচ কমাতে পারবেন।

যেমন, আপনার বাসায় যদি এসি থাকে তাহলে অপ্রয়োজনে সব সময় তা চালিয়ে বিদ্যুতের খরচ কমাতে পারেন। লাইট-ফ্যানও সবসময় চালাবেন না।

যদি দুজনেই আয় করেন  তাহলে ব্যয়ের মধ্যে সমতা রেখে চলুন। সংসারের খরচ ভাগ করে নিন। একজনের উপর সব চাপিয়ে দেবেন না। কেউ সংসারে খরচ করলে অন্যজন ঋণ মেটান।

প্রয়োজনে আলাদা সেভিংস অ্যাকাউন্ট করে রাখুন। এতে দুজনের সমঝোতায় বাড়তি খরচ অনেকটাই কমাতে পারবেন।

চিকিৎসার জন্য প্রতিমাসে অবশ্যই কিছু টাকা আলাদা করে রাখবেন। এতে হঠাৎ প্রয়োজন হলে সমস্যায় পড়বেন না।

কাঁচা বাজার ছাড়া চাল, ডাল, তেল, লবনসহ বাকি সব কিছু একমাসের জন্য একবারে কিনে রাখুন। এতে আপনার বারবার বাজারে যাওয়ার জন্য খরচ আর সময় দুটোই বাঁচবে।