কখনই নিরাশ করবে না, টাকার সঙ্গে বন্ধুত্ব করুন এভাবে
টাকাকে বন্ধু বানানোর কি কোনো উপায় আছে? আছে। ছোট ছোট কাজ বা অভ্যাসই পারে টাকা নামের সোনার হরিণকে খাঁচায় আটকে রাখতে।
সেভিংসের শুরু হোক আজ থেকেই
টাকা জমানো শুরু করুন।
ব্যাংকে টাকা জমাতে পারেন। একটি, দুটি ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) তো আপনার থাকতেই পারে। যুক্ত হতে পারেন বিমা প্রতিষ্ঠানের সঙ্গেও। আর সচরাচর টাকা জমানোর জন্য হাতের কাছেই রাখতে পারেন একটি মাটির ব্যাংক।
শুধু টাকা জমানোই যথেষ্ট নয়, বিনিয়োগ করুন
বড় কিছু কেনার আগে ৩০ দিন অপেক্ষা করুন। যদি ৩০ দিন পরও মনে হয়, জিনিসটা আপনার লাগবেই, তবেই কেবল সেটা আপনার কেনা উচিত।
সিগারেট, বাইরে খাওয়ার ঝোঁক, অনলাইনে হুটহাট কেনাকাটা, খাবার অর্ডার, এলোমেলো হাতখরচের স্বভাব, গণপরিবহনে না চড়ে উবার ব্যবহার—এগুলো আজ থেকেই বাদ দিন।
কখন, কোথায় ছাড় দেওয়া হচ্ছে, খেয়াল রাখুন। তবে ছাড় পেয়েই যথেচ্ছ কেনাকাটা না করে, শুধু প্রয়োজনীয় জিনিসটা কিনুন।