12th March, 2025
BY- Aajtak Bangla
আর্থিক সমস্যা সবারই রয়েছে। সেটা কারো কম আবার কারোর বেশি।
লক্ষ্য করে দেখবেন আপনার বন্ধু-বান্ধবেরা, আত্মীয়রা টাকা ধার নিলে তা সঠিক সময়ে দিতে চান না।
আর আপনিও বারবার সেই টাকা চাইতে গিয়ে বিব্রত বোধ করেন।
একটা সময় এমন আসে আর তাঁদের থেকে টাকা চাইতে ইচ্ছে করে না। ।
চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।
আর এটারই সুযোগ নেন অনেকে। কারণ সেই টাকা আর ফেরৎ দিতে হচ্ছে না।
কিন্তু জ্য়োতিষশাস্ত্রে এমন অনেক টোটকা রয়েছে, যা করলে আপনি ধার দেওয়া টাকা ফেরৎ পাবেন।
আমাদের সকলের ঘরেই হলুদ আসে। ভারতীয় জীবনে হলুদ ছাড়া রান্না হয় না। তাছাড়া, হিন্দু ধর্মাচরণে হলুদকে খুবই পবিত্র বলে মনে করা হয়।
হলুদের সঙ্গে যুক্ত কিছু আচরণ পালন করলেই ভাগ্য সহায়ক হতে পারে। সারা বছর ধরে প্রত্যাশিত ফল পাওয়া যাবে। কী করবেন?
একটি হলুদ, একটি হলুদ মাখানো রুপোর মুদ্রা লাল কাপড়ে বেঁধে তুলসী গাছের নীচে রেখে পুজো করতে হবে।
পরে এটি নিজের বাড়ির লকারে রেখে দিতে হবে। এক সপ্তাহের মধ্যেই বদলে যাবে ভাগ্য। আটকে থাকা অর্থও আদায় হবে।