24 May, 2025

BY- Aajtak Bangla

বর্ষায় AC-র আউটার ভেজার পর চালানোর আগে কী করতে হয় জেনে নিন

বর্ষাকালে এসি চালানোর সময় এই ১০টি বিষয় না মানলে হতে পারে শরীর ও যন্ত্রপাতির মারাত্মক ক্ষতি

১. ঠিকঠাক ইনস্টলেশন এসি যেন সঠিকভাবে আর্থিং করা থাকে, বিশেষত বর্ষার সময় শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ে।

২. ইনডোর আউটডোর ইউনিট পরীক্ষা করুন বৃষ্টির জলে ভিজে গেলে আউটডোর ইউনিট বিকল হতে পারে। ছাউনি থাকলে তা ঠিক আছে কিনা দেখুন।

৩. ভেজা হাত বা শরীরে এসি রিমোট স্পর্শ নয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

৪. ভোল্টেজ ফ্লাকচুয়েশনের দিকে খেয়াল রাখুন বর্ষাকালে বিদ্যুৎ ওঠানামা বেশি হয়, তাই ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করুন।

৫. অতিরিক্ত ঠান্ডা করবেন না বাইরের ঠান্ডা পরিবেশে বেশি ঠান্ডা এসি সেটিং শ্বাসকষ্ট ও সাইনাসের কারণ হতে পারে।

৬. ফিল্টার পরিষ্কার রাখুন বর্ষার আর্দ্রতায় ফিল্টারে ফাঙ্গাস জমে যেতে পারে, যা ফুসফুসের সমস্যা ডেকে আনে।

৭. ড্রেনেজ পাইপ চেক করুন জল জমে গেলে এসি থেকে জল পড়তে শুরু করবে বা কনডেন্সার নষ্ট হবে।

৮. বারংবার বন্ধ-চালু করবেন না এতে যন্ত্রের ওপরে চাপ পড়ে এবং বিদ্যুৎ অপচয় হয়।

৯. দরজা-জানালা বন্ধ রাখুন বর্ষাকালে বাইরের আর্দ্রতা ঢুকে এয়ার ইনডোর কোয়ালিটি খারাপ করে।

১০. টেকনিশিয়ান চেক-আপ করান বর্ষার আগে একবার পুরো এসি সার্ভিসিং করিয়ে রাখলে ঝামেলা কমে।