BY- Aajtak Bangla
1 July 2025
প্রকৃতিপ্রেমীরা বর্ষাকালকে ভালোবাসেন। এই সময় বেড়াতেও যান অনেকে। বিশেষ করে পাহাড় ঘেরা, জলপ্রপাত আছে এমন জায়গা খুব মনোরম লাগে।
আমাদের দেশেও এমন অনেক জায়গা আছে যেগুলো বর্ষাকালে আরও সুন্দর হয়ে ওঠে। আসুন জেনে নিই তেমনই কিছু জায়গার নাম।
কেরলের আলপ্পি বর্ষাকালের জন্য খুব ভালো ডেস্টিনেশন। চারপাশের ব্যাকওয়াটার, হাউসবোট এবং সবুজ ঘেরা গ্রাম খুব আকর্ষণীয়।
বর্ষাকালে যেতে পারেন গোয়া। গোয়া বর্ষাকালে বেশ শান্ত ও সুন্দর থাকে। এই সময় পর্যটকদের ভিড় তুলনামূলকভাবে কম থাকে।
কর্ণাটকের কুর্গ সবুজ কফি বাগানের জন্য বিখ্যাত। এটি ভারতের স্কটল্যান্ড নামেও পরিচিত।
চেরাপুঞ্জি পৃথিবীর অন্যতম বৃষ্টিবহুল স্থান। এখানে বর্ষাকালে বিভিন্ন মনোমুগ্ধকর জলপ্রপাত দেখতে পাওয়া যায়।
লোনাভালা মুম্বই এবং পুনের কাছাকাছি অবস্থিত। বর্ষাকালে এখানকার সবুজ উপত্যকা, জলপ্রপাত এবং দুর্গ বিশেষভাবে আকর্ষণীয়।
কেরলের মুন্নারও বর্ষাকালের অন্যতম ভালো গন্তব্য হতে পারে। সবুজ চা বাগান, মনোরম জলপ্রপাত এবং মেঘে ঢাকা পাহাড়ের জন্য বিখ্যাত এই এলাকা।