BY- Aajtak Bangla
13 SEPTEMBER, 2024
বৃষ্টির সঙ্গে বাড়ছে ঠান্ডা লাগার সমস্যা। খুশ খুশে কাশির সঙ্গে বাড়ছে সর্দির সমস্যাও।
অনেক ওষুধ খেয়েও সারছে না কাশি? তবে এই পাতার বিড়ি খেলেই খুশখুশে কাশি হবে একেবারে হাওয়া।
তেজপাতা শ্বাসকষ্ট, কাশির জন্য খুবই উপকারী।
দুটো তেজপাতা একটা আরেকটার ওপরের ওপরে রাখুন।
পাতা দুটোকে সরু করে মুড়ে সুতো দিয়ে বেঁধে ফেলুন।
রোল করা তেজপাতাটির মাথা আগুন ধরিয়ে সঙ্গে সঙ্গে নিভিয়ে আসতে করে ধোঁয়া টানুন।
কিন্তু শিশুদের জন্য এই টোটকা কখনই ব্যবহার করবেন না।
সেক্ষেত্রে তেজপাতার বিড়ি খাওয়ার বদলে জলে ৪ থেকে ৫টি তেজপাতা ফুটিয়ে অল্প ঠান্ডা করে খেতে পারেন।
এছাড়াও কাপড়ে ভিজিয়ে বুকে সেঁক দিলেও উপকার পাবেন।