08 July 2024

BY- Aajtak Bangla

খিচুড়ি হোক বা প্রেম, বর্ষায় যে ৫টি জিনিস ছাড়া বাঙালি অচল

মেঘলা আকাশ। শীতল বাতাস। ঝিরঝির বৃষ্টি। চারিদিকটা সবুজ। সেই সঙ্গে বৃষ্টি ভেজা মাটির এক অদ্ভুত সুন্দর গন্ধ।

বাঙালির বর্ষা মানেই এক রোমান্টিক ব্যাপার। বৃষ্টি ভিজে অফিস যেতে একটু কষ্ট হয় বৈকি। কিন্তু বর্ষার সুন্দর দিকও কম নয়। 

কাঠফাটা গরমের শেষে বর্ষা শীতল তৃপ্তি আনে। সেই সবুজের ছোঁয়া লাগে বাঙালির মনেও। 

খিচুড়ি হোক বা প্রেম, বাঙালির বর্ষার সঙ্গে জড়িয়ে বেশ কিছু জিনিস। আসুন সেগুলি দেখে নেওয়া যাক। 

বর্ষার খিচুড়ি: বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি। বৃষ্টির শব্দ যেন খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। 

বর্ষার প্রেম: একটি ছাতা। হাতে হাত। আরও একটু কাছাকাছি। যুগ যুগ ধরে বর্ষায় প্রেমের ঘ্রাণে মাতোয়ারা হয়েছেন প্রেমিক-প্রেমিকারা।

বর্ষার গান: শ্রীকান্ত আচার্য্যর 'বৃষ্টি তোমাকে দিলাম' থেকে শুরু করে লতা মঙ্গেশকরের 'রিমঝিম গিরে সাওয়ান'...

বর্ষার কবিতা: জয় গোস্বামীর 'যারা বৃষ্টিতে ভিজেছিল' থেকে কবিগুরুর 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' বাঙালির বর্ষা যেন কবিতাময়। 

বর্ষার ফুল: গ্রীষ্মে তপ্ত গাছে বর্ষায় নতুন প্রাণের সঞ্চার হয়। গাছ ভরে যায় রঙ্গন, কামিনী, টিকোমা, বেল, চাঁপা ফুলে।