20 April, 2025

BY- Aajtak Bangla

বর্ষাকালে পাহাড়ে ঘুরতে যাচ্ছেন পরিবার নিয়ে? এই কাজগুলি করলে বিপদ! হয় না

পাহাড় বর্ষাকালে সবচেয়ে সুন্দর। কিন্তু মাথায় রাখতে হবে, এই সময় সবচেয়ে বিপজ্জনকও বটে। তা বলে কি ঘুরবেন না? ঘুরুন তবে কয়েকটি জিনিস মাথায় রাখুন। তহলে বিপদে পড়তে হবে না।

পাহাড়ি রাস্তার অবস্থা আগে থেকেই জেনে নিন বর্ষায় ল্যান্ডস্লাইডের ঝুঁকি থাকে, তাই গন্তব্যস্থলের রোড কন্ডিশন চেক করুন।

সঠিক গাড়ি নির্বাচন করুন SUV বা 4x4 গাড়ি বেছে নিন যাতে স্লিপারি রাস্তা সহজে পেরোনো যায়।

বাচ্চাদের জন্য বিশেষ প্রস্তুতি নিন ওষুধ, শুকনো খাবার, গেমস ও রেইনকোট রাখুন যেন তারা আরাম পায়।

রেইনপ্রুফ ব্যাগ এবং জামা কাপড় সঙ্গে রাখুন হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া এড়াতে ওয়াটারপ্রুফ জিনিসপত্র ব্যবহার করুন।

পাহাড়ি রিসর্ট বা হোমস্টে আগে থেকেই বুক করুন বর্ষাকালে বুকিং পাওয়া কঠিন হয়, তাই আগে থেকেই ব্যবস্থা নিন।

লোকাল ওয়েদার আপডেট চেক করুন গুগল ওয়েদার, IMD অ্যাপ থেকে আবহাওয়ার অবস্থা দেখে নিন।

ইমারজেন্সি কিট সঙ্গে রাখুন ফার্স্ট এইড, পাওয়ার ব্যাঙ্ক, টর্চ, SOS অ্যাপ ইনস্টল রাখুন।

ট্রেক বা এক্সট্রিম অ্যাকটিভিটি এড়িয়ে চলুন বর্ষায় পাহাড়ে ট্রেকিং ঝুঁকিপূর্ণ, বাচ্চাদের নিয়ে ঝুঁকি নেবেন না।

লোকাল গাইড সঙ্গে নিন নতুন জায়গায় গেলে স্থানীয় গাইড থাকলে বিপদ কমে।

পর্যাপ্ত ক্যাশ এবং নেটওয়ার্ক ব্যাকআপ রাখুন পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক এবং এটিএম সমস্যা হতে পারে।