17 JUNE, 2025

BY- Aajtak Bangla

বৃষ্টির দিনে ত্বকের দফারফা? স্কিনকেয়ার করুন এভাবে

বর্ষা বৃষ্টি অনেক স্বস্তি দিলেও, তা ত্বক ও চুলের জন্য অত্যন্ত ক্ষতিকারক।

বর্ষাকালে অত্যন্ত সচেতন থাকতে হয়, নয় বিভিন্ন সমস্যা দেখা দেয়। ।

বর্ষার শুরুতেই এক নজরে দেখে নিন, কীভাবে ত্বকের যত্ন নেবেন এই মরসুমে। 

এই মরসুমে ত্বক, হাত, পা ও নখ ভাল করে পরিষ্কার রাখা জরুরি। দিনে অন্তত ২ বার ভাল করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।  

মুখ ধোয়ার পর ত্বক অনুযায়ী ভাল টোনার ব্যবহার করা এই সময় দরকার। অ্যান্টি- ব্যাকটেরিয়াল টোনার ব্যবহার করা সবচেয়ে ভাল।

বৃষ্টির জল ত্বকে লাগলে, শুষ্ক হয়ে যায়। ত্বকে ময়েশ্চারাইজার লাগাতে ভুলে গেলে চলবে না। অবশ্যই তেলবিহীন ময়েশ্চারাইজার লাগান। 

এই সময়কালে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত। এতে শরীর হাইড্রেটেট থাকবে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে। 

বর্ষাকালে যতটা পারবেন হালকা মেকআপ করুন এবং মেকআপ করলেও তা পরে ভাল করে পরিষ্কার করুন। 

মেকআপের পর ফেস ওয়াশ, টোনিং এবং ময়েশ্চারাইজিং করতে হবে।