BY- Aajtak Bangla

পুরনো ছেঁড়া জামা কাপড় দিয়ে ঘর মুছলে এসব ঘটবেই, সতর্ক হন

7 FEB 2025

ঘরবাড়ি পরিষ্কার রাখতে রোজই আমরা ঘর মুছি। জল দিয়ে ঘরের বিভিন্ন প্রান্ত সাফ করি।

ঘর মোছার সময় অনেকেই পুরনো জামাকাপড় বা ছেঁড়া পোশাক ব্যবহার করি।

পুরনো ছেঁড়া জামাকাপড় দিয়ে ঘর মুছলে কী হয় জানেন...

বাস্তু মতে, পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছা মোটেই শুভ নয়।

পুরনো ছেঁড়া জামাকাপড় দিয়ে ঘর মুছলে ঘরে অশুভ শক্তির প্রবেশ ঘটে।

পুরনো জামাকাপড় দিয়ে ঘর পরিষ্কার করলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে।

ছেঁড়া অন্তর্বাস দিয়ে ঘর মুছলে সংসারে অমঙ্গল হয়।  

ছোট বাচ্চার জামা দিয়ে ঘর মুছলে সংসারে নানা সমস্যা তৈরি হয়।

বাস্তু মতে, মৃত ব্যক্তির পোশাক দিয়ে ঘর মোছা শুভ নয়।