3 February, 2025
BY- Aajtak Bangla
সারা বিশ্বের লাইফ কোচ, আধ্যাত্মিক গুরু, মোটিভেশনাল বক্তারা বলেন যে সকালটি ইতিবাচকতার সঙ্গে শুরু করুন। এতে সারাদিন ভালো যায়।
সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি কিছু ভুল বা অশুভ কাজ করা হয় তাহলে দিনের বেলা আপনি ব্যর্থতা, চাপ এবং ক্ষতির সম্মুখীন হতে পারেন।
বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে কিছু অশুভ জিনিস দেখার ভুল করবেন না।
সকালে একটি বন্ধ ঘড়ি দেখা আপনার জীবনে খারাপ সময়ের সূচনা করে। এই ভুলটি আপনার সারাদিন নষ্ট করতে পারে। বাড়িতে মারাত্মক বাস্তু ত্রুটিও ঘটাতে পারে। তাই ঘরে কখনই বন্ধ ঘড়ি রাখবেন না।
সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আয়নায় তাকানো নিষেধ করা হয়, কারণ সারা রাত ঘুমনোর পর ব্যক্তি উস্কোখুস্কো থাকেন। মুখে নেতিবাচকতা থাকে। তাই মুখ ধোয়ার পরই আয়নার দিকে তাকান।
সারা রাত রান্নাঘরে এঁটো বাসন ফেলে রাখলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং এমন বাড়িতে অর্থ কখনও স্থায়ী হয় না। তার উপরে, সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এঁটো বাসন দেখা আপনার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট।
ঘরে বন্য প্রাণীর ছবি রাখবেন না। বাড়িতে যদি এমন কোনও ছবি থেকে থাকে তবে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তা দেখার ভুল করবেন না। এতে মানসিক চাপ, বিরক্তি, অস্থিরতাসহ নানা সমস্যার সৃষ্টি হয়।
সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ঝাড়ু ও ডাস্টবিনের দিকেও তাকাবেন না। এগুলিকে বাড়ির এমন জায়গায় রাখা ভাল যেখানে বাইরের লোক দেখতে পায় না বা আপনার শোয়ার ঘরের কাছেও না।