21 May, 2024
BY- Aajtak Bangla
গরম শুরু হতে না হতেই ঘরে ঘরে শুরু হয়েছে মশার আতঙ্ক।
মানুষ মশা তাড়াতে নানারকম রাসায়নিক ব্যবহার করে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক মশা মারার ধূপ ও তেল।
হালকা বৃষ্টির জলে জন্মাতে শুরু করেছে মশার লার্ভা। এই সময়ে মশা থেকে মুক্তি পেতে, এই জিনিসগুলি দিয়ে ঘর মুছুন। উপকার পাবেন।
ঘর মোছার জলে আধ কাপ ভিনেগার দিন। সব মশা পালাবে।
মশা তাড়াতে, জলে এসেনশিয়াল অয়েল দিন।
দারুচিনির জল দিয়েও মশা তাড়ানো যায়।
এসব জিনিস মশার পাশাপাশি মাছি ও পোকামাকড়কে দূরে রাখে।
এভাবে ঘর মশা এবং রোগ থেকে রক্ষা পাবেন।