BY- Aajtak Bangla
11 SEPTEMBER 2024
কিন্তু জানেন মশার কয়েল সকলের স্বাস্থ্যের জন্যে কতটা ক্ষতিকারক? আজই সাবধান হন।
আপনিও যদি বাড়িতে কয়েল ব্যবহার করেন, তাহলে আজই বন্ধ করুন। না হলে বাচ্চা এবং বয়স্কদের খুব ক্ষতিকর প্রভাব পড়বে।
মশার কয়েল জ্বালালে সবচেয়ে বেশি যে সমস্যা দেখা দেয়, তা হল শ্বাসকষ্ট। যাদের সর্দি, কাশি, অ্যাজমার সমস্যা আছে, তাদের সামনে কয়েল জ্বালানো উচিত নয়।
মশার কয়েল জ্বালালে নাক জ্বালা, গলা ব্যাথা হতে পারে। অনেকদিন ধরে একই জিনিস চলতে থাকলে পরবর্তীকালে ফুসফুসের উপর খারাপ প্রভাব পড়বে।
ত্বকেরও নানা সমস্যা দেখা দিতে পারে। চুলকানি, র্যাশ, অ্যালার্জি হতে পারে। কারণ কয়েলে অ্যালুমিনিয়াম, ক্রোমিয়ামের মতো বিভিন্ন ভারী ধাতব পদার্থ থাকে।
ঘরে কয়েল জ্বালালে এমনীতেই একটি দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। তার মধ্যে যাদের মাথাব্যাথা থাকে, তাদের কয়েলের ধারে কাছে থাকা উচিত নয়।
অনেকেরই মাইগ্রেনের ব্যাথায় ভোগেন, তাদের জন্যে কয়েলের ধোয়া এবং গন্ধ অত্যন্ত খারাপ।
মশার কয়েল এড়িয়ে চলাই ভাল। আর একান্ত জ্বালাতে হলে, দরজা- জানালা সামান্য খোলা রাখুন।