7 AUGUST, 2024

BY- Aajtak Bangla

বাড়িতে লাগান এই গাছ, আশপাশে ঘেঁষবে না  মশা 

গ্রীষ্মের পর বর্ষাকালেও মশা নাজেহাল করে ছাড়া। বাড়ির ভিতর থেকে রাস্তা সর্বত্র মশা ঘিরে থাকে। 

বাড়ির বাইকে রোয়াকে বসা যায় না। বাজার থেকে কেনা মশা মারার তেলও কাজ দেয় না তেমন।

যদিও সেই সব তেল ব্যবহার করাও শরীরের পক্ষে স্বাস্থ্যকর নয়। তবে বেশ কিছু গাছ আছে যেগুলো মশা তাড়িয়ে দেয়।

সেই গাছগুলির মধ্যে অন্যতম হল তুলসি গাছ। এই গাছের ওষধিগুণ মশা তাড়িয়ে দেয়।

পুদিনা পাতাও মশা তাড়িয়ে দেয়। এর পাতা থেকে নির্গত তীব্র গন্ধ সব পোকামাকড়কে বাড়ি থেকে দূর করে। 

মশা তাড়ানোর আর একটা উপায় হল গাঁদা গাছ। বাড়িতে গাঁদা গাছ থাকলে মশা দূর হয়ে যায়। গাঁদার গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না।

লেমন গ্রাসও এমন একটি গাছ যা মশা তাড়িয়ে দেয়য। এর মধ্যে অনেক ঔষধি গুণ রয়েছে। আবার স্বাস্থ্যের জন্যও উপকারী। 

তাই আপনি যদি বাড়ি থেকে মশা তাড়াতে চান তবে আপনি বাড়িতে লাগাতে পারেন। তাহলে বর্ষাকালে মশার উৎপাত থেকে বেঁচে যাবেন। 

আর যদি রাস্তায় বেরিয়ে মশার কামড় খান তাহলে পকেটে এই গাছের পাতাগুলোর মধ্যে যে কোনও একটা রাখতে পারেন।