BY- Aajtak Bangla

মশা-মাছি ভয়ে পাঁই পাঁই করে পালাবে, ঘরে রেখে দিন এই ফুল

1 May  2024

মশা-মাছি প্রায় সকলের বাড়িতেই থাকে। মশা-মাছির উপদ্রবে নাজেহাল হতে হয়।

মশার কামড় মারাত্মক। হতে পারে নানা রোগ। তাই ঘর থেকে মশা তাড়াতেই হবে।

আবার খাবারে মাছি বসলে তা থেকেও শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে।

মশা-মাছি তাড়ানোর জন্য আমরা অনেক সময় নানা ধরনের স্প্রে ব্যবহার করি। তবে তাতে খুব একটা কাজ হয় না। .

তবে যদি ঘরে মোগরা ফুল রেখে দেন, তা হলে ঘরে ঘেঁষবে না মশা-মাছি।

মোগরা ফুলের গন্ধেই পাঁই পাঁই করে পালাবে মশা-মাছি। কারণ এই ফুলের গন্ধ সহ্য করতে পারে না মশা-মাছি।

আবার মোগরা ফুল শরীরের জন্যও ভাল। এই ফুল সেবন করলে ডায়াবেটিসের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।  ।  

এই ফুল ঘরে রাখলে মশা-মাছির পাশাপাশি অন্যান্য় পোকামাড়রের হাত থেকেও রেহাই পাওয়া যায়।