BY- Aajtak Bangla

ব্রহ্মান্ডের সবচেয়ে শক্তিশালী মন্ত্র, শুধুমাত্র পাঠ করলেই হাতেনাতে ফল

21 January 2025

সঙ্কটের সময়, মানসিক চাপ নিয়ন্ত্রণে মন্ত্র জপ করতে পারেন। এতে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফেরে। 

মনের মধ্যে আশা হারিয়ে ফেললে তা অত্যন্ত বেদনাদায়ক। তাই মনসংযোগ, আত্মবিশ্বাস বজায় রাখতে কিছু মন্ত্র জপ করতে পারেন। 

লোকমতে, এই মন্ত্রগুলি নিয়মিত পাঠ করলে আপনার মানসিক দৃঢ়তা বাড়বে। লক্ষ্য অর্জনে ঠাণ্ডা মাথায় কাজ করতে পারবেন। মিলবে সাফল্য। 

শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম হ্রীং জূং সঃ ভূর্ভুবঃ স্বঃ ওম ত্রয়ম্বকম য়জামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং। উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ।। ওম স্বঃ ভুবঃ ভূঃ ওম সঃ জূং হৌং ওম।।

দুর্গার মন্ত্র ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরমং সুখম রূপম দেহি, জয়ং দেহি, যশো দেবি দ্বিষো জহি।

বজরংবলীর মন্ত্র ওম নমো হনুমতে রুদ্রাবতরায় বজ্রদেহায় বজ্রনখায় বজ্রসুখায় বজ্ররোম্ণে বজ্রনেত্রায় বজ্রদন্তায় বজ্রকরায় বজ্রভক্তায় রামদূতায় স্বাহা

হনুমান চালিসা মন্ত্র মনস্থির করার জন্য় নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন। উপকার পাবেন। 

বিষ্ণু মন্ত্র শান্তাকারং ভূজগশয়নং পদ্মনাভং সুরেশম্। বিশ্বাধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম।। লক্ষ্মীকান্তং কমল নয়নং যোগিভির্ধ্যানগম্যম্। বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথম্।। ওম হৃীং কার্তবির্য়োর্জুনোনাম রাজা বাহু সহস্ত্রবান। যস্য স্মরেণ মাত্রেণ হৃতং নষ্টং চ লভ্যতে।।

শ্রী কৃষ্ণ মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।।

গায়ত্রী মন্ত্র ওম ভূর্ভুবঃ স্বঃ তৎস্যবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ।।

সূর্য মন্ত্র নমঃ সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিণে আয়ু আরোগ্য মৈবাস অওর দেব দেহি দেবঃ জগত্পতে নমঃ সূর্যায় শান্তায় সর্বগ্রহ নিবারিণে আয়ুর আরোগ্য মসেবল্লম দেহি দেহ জগত্পতে গণেশ আরোগ্য মন্ত্র ওম নমো সিদ্ধিবিনায়কায় সর্বকারকত্রৈ সর্ববিঘ্ন প্রশমনায় সর্বরোগ নিবারণায় সর্বজন সর্বস্বী-আকর্ষণায় শ্রীং ওম স্বাহা।