01 May, 2024

BY- Aajtak Bangla

ছোটো না বড়, কোন সন্তানকে মায়েরা বেশি ভালোবাসে 

হাতের যেমন পাঁচটা আঙুল সমান হয় না তেমনই মা-বাবার ভালোবাসাও সব সন্তানের ক্ষেত্রে একরকম হয় না। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, বাবারা মেয়েদের বেশি ভালোবাসেন।

তবে মায়েরা কাকে বেশি ভালোবাসে? তা নিয়ে মানুষের মনে প্রশ্নের অন্ত নেই। সন্তানরাও এটা নিয়ে ভাবেন।

বিভিন্ন সমীক্ষায় প্রকাশ, মা সব সময় চেষ্টা করেন সব সন্তানকে সমান চোখে দেখার চেষ্টা করেন। অন্তত সন্তানদের কাছে সেভাবেই নিজেকে প্রকাশ করেন। 

তবে মায়েদের সব থেকে বেশি টান থাকে প্রথম সন্তানের উপর। অর্থাৎ যিনি বাড়ির বড়, তাঁর উপর।

এর কারণও আছে। সমীক্ষায় প্রকাশ, মাতৃত্ব কী তা প্রথম সন্তানের জন্মের পরই ফিল করেন মা।

প্রথম সন্তান হওয়ার পরই ময়ের জীবনে নানা পরিবর্তন আসে। দ্বিতীয় সন্তান পালনের ক্ষেত্রে নতুনত্ব কম থাকে।

সমীক্ষায় দেখা গেছে, কোনও কোনও ক্ষেত্রে বড় ছেলে বা মেয়ে যদি মায়ের প্রতি খারাপ ব্যবহারও করে, তাহলেও মায়ের ভালোবাসা সন্তানার প্রতি কমে না। 

বৃদ্ধ বয়সে ছোটো সন্তান মা-বাবার দেখাশোনা করলেও সেই বড় সন্তানের প্রতিই টান থাকে মায়ের।