BY- Aajtak Bangla
9 April, 2025
জীবনে সফল হতে কে না চায় বলুন তো। সকাল থেকে রাত পরিশ্রমই করে মানুষ সফল হতে।
কিন্তু তাও অনেক সময়ই বহু কিছুর পরও সফলতা ধরা দেয় না।
তাই সফল হতে চাইলে মেনে চলুন বিকাশ দিব্যকীর্তি স্যারের বলা কিছু কথা।
দিব্যকীর্তি স্যারের কথায় সফলতা পাওয়ার জন্য কোনও শর্টকাট হয় না। পরিশ্রমই আসল সম্পদ।
নিজের থেকে বেশি প্রত্যাশা রাখবেন না, অসফলতা আসলে নিরাশ হবেন।
দিব্যকীর্তি বলছেন, সবসময় ইতিবাচক ও অনুপ্রেরণা দেয় এমন মানুষের মধ্যে থাকুন।
বিকাশ দিব্যকীর্তি বলছেন, যারা আপনাকে উৎসাহিত করে তাদেরকেই বন্ধু বানান।
দিব্যকীর্তির মতে, সব চ্যালেঞ্জকে বোঝা ও তার মুখোমুখি হওয়া খুব দরকার।
ছোট ছোট লক্ষ্যের দিকে মনোযোগ দিন, বড় লক্ষ্য তাহলে সহজেই অর্জন করবেন।
দিব্যকীর্তির মতে, ধীর গতিতে পা বাড়ান, দীর্ঘ সফর তবেই পূরণ করতে পারবেন।
নিজের প্রস্তুতিতে বিশ্বাসযোগ্যতা ও পুরোপুরি ওই কাজে নিজেকে নিয়োজিত করুন।