9 April, 2024
BY- Aajtak Bangla
সাফল্য সহজে আসে না। এজন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হয়।
গৌর গোপাল দাস বলেছেন কীভাবে মেলে সাফল্য। তার কথা মানলে সাকসেস গ্যারান্টি।
সাফল্য পাওয়ার জন্য ৬ মন্ত্র দিয়েছেন গৌর গোপাল দাস। জেনে নিন
মানুষ কী বলবে বা ভাববে- এমন ভাবনা বিপজ্জনক। মানুষ উদ্বিগ্ন ও বিচলিত হন। অন্যের মতের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
কঠোর শ্রম- ভাগ্যকে দোষারোপ করবেন না। মানুষ হতাশ হয়ে পড়েন। ভাগ্যোর দোহাই দিয়ে পরিশ্রম ছাড়বেন না।
কঠোর পরিশ্রম বিনিয়োগের মতো। জীবনে যখনই সময় পরিবর্তন হবে লাভবান হবেন। দেরিতে হলেও সাফল্য আসবে।
মোহ মায়া- সাফল্য বা সুখের মাপকাঠি কী! আবেগ দূর করুন। সুখ-দুঃখ আসতে থাকবে। প্রিয়জন দূরে চলে যাবে। নিজের স্বপ্নপূরণ হবে না। এটা মেনে এগিয়ে যান।
সঠিক সময়ের অপেক্ষা- সঠিক সময় বলে কিছু হয় না। মনপ্রাণ দিয়ে এবং সততার সঙ্গে যখনই কাজ শুরু করবেন, তখনই সেটা সঠিক সময়।
সমস্যা থেকে পালানো- যত বেশি সমস্যা থেকে দূরে ছুটবেন,তত বাড়বে। জীবনে যত সমস্যাই থাকুক না কেন, দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করুন।
দায়িত্ব সম্পর্কে সচেতন- কোনও কাজে অবহেলা করলে ক্ষতি। মুহূর্তের অসতর্কতায় বিপর্যয়। সততা ও দায়িত্ব নিয়ে কাজ করুন।