বাইক ধোয়ার সময় এই ভুল করবেন না! রঙ নষ্ট হয়ে যাবে

BY- Aajtak Bangla

26 April, 2025

বাইক ধোয়ার ভুল পদ্ধতিতে রঙ নষ্ট হয়ে যেতে পারে। জানুন সঠিক উপায়।

জানুন

গরম ইঞ্জিনে জল দিলে ধাতুর প্রসারণ কমে গিয়ে ক্ষতি হতে পারে।

ইঞ্জিন ঠান্ডা

শুকনো অবস্থায় কাপড়ে মুছে ধুলো ঝাড়বেন না। এতে রঙে সুক্ষ স্ক্র্যাচ পড়ে। প্রথমে জলে ধুয়ে ধুলো সরান।

ধুলো পরিষ্কার

পাইপের মুখ আঙুলে চেপে তাই দিয়ে হাই ফোর্সে জল দিয়ে ধুয়ে নিন। পাইপ না থাকলে মগে জোরে জোরে জল ছিটিয়ে দিন।

প্রেশার-যুক্ত জল

বাইক ধোয়ার জন্য শ্যাম্পু বা ক্লিনার ব্যবহার করুন।

ক্লিনার

মোটা কাপড় বা ব্রাশে স্ক্র্যাচ পড়তে পারে।

নরম কাপড়

ব্রাশে করে চাকার ময়লা পরিষ্কার করুন, নাহলে ব্রেকিংয়ে সমস্যা হতে পারে।

চাকা ও ব্রেক

ধোয়ার পর বাইক ভালোভাবে মুছে ফেলুন, যাতে জলের দাগ না থাকে। ভেজা অবস্থায় রোদে রাখবেন না।

শুকনো কাপড়

বাইকের রঙ উজ্জ্বল রাখতে ওয়াক্স বা পলিশ ব্যবহার করুন।

পালিশ