14 APRIL 2023
মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। আম্বানি পরিবার তাঁদের সম্পদ এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত।
মুকেশ-নীতা তাঁদের পুত্রবধূ আকাশ আম্বানির স্ত্রী শ্লোকা মেহতাকে বিয়ের উপহার হিসাবে ৪৫০ কোটি টাকারও বেশি দামের একটি হিরের নেকলেস উপহার দিয়েছেন।
শ্লোকা মেহতা বিশ্বের সবচেয়ে দামি হিরের নেকলেসের মালিক। কারণ, তাঁর নেকলেসে বিশ্বের সবচেয়ে বড় একটি নিখুঁত হিরে রয়েছে।
মুকেশ-নীতা তাঁদের পুত্রবধূ আকাশ আম্বানির স্ত্রী শ্লোকা মেহতার হিরের নেকলেসটির মূল্য হল ৪৯২ কোটি টাকা।
মুকেশ-নীতা তাঁদের পুত্রবধূ শ্লোকা মেহতাকে হিরের নেকলেস উপহার দিয়েছেন সেটি তৈরি করেছে লেবাননের জুয়েলারি মৌওয়াদ।
বিরাট একটি হিরে ছাড়াও শ্লোকা মেহতার নেকলেসটিতে আরও ৯১টি হিরে রয়েছে। সব মিলিয়ে এই নেকলেসটিতে প্রায় ২০০ ক্যারেটের হিরে রয়েছে।
লেবাননের জুয়েলারি মৌওয়াদ-এর দাবি, শ্লোকা মেহতার নেকলেসের হিরের কাট এবং এর ডিজাইন কপি করা যাবে না।
নীতা আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং তাঁর বাগদত্তা তাদের ১৮ কোটি টাকার ঘড়ি এবং ২ কোটি টাকার হার্মিস ব্যাগের জন্য ব্যাপক চর্চিত হয়েছেন।