4 SEPTEMBER 2021

মুমতাজের সৌন্দর্যের গোপন রহস্য ফাঁস

BY: Madhurima Dev

সোশ্যাল মিডিয়ায় বিশেষত ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী মুমতাজ সরকার।

তাঁর চেহারার চমক যেন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।

তবে এর পিছনে কারণটা কী? কী খাচ্ছেন বা কী মাখছেন?

তাঁর সুন্দর ত্বকের পিছনে লুকনো রহস্য হল কাঁচা হলুদ।

তিনি প্রতিদিন নিয়ম করে কাঁচা হলুদ খান। যা কিনা ত্বককে তরতাজা রাখতে সাহায্য করে। পাশাপাশি নখ, চুলও ভালো রাখে।

মার্চ ২০২০-তে তাঁর তামিল ছবি কেয়ার অফ কাদাল মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মহামারির কারণে তা স্থগিত হয়ে যায়।

বলিউড ছবি 'শালা খাড়ুস'-এ একজন বক্সারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

এখন মমতাজ আসন্ন বলিউড স্পোর্টস ড্রামাতে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন।

এরকম আরও
স্টোরি চাই?

More WEB sTORIES