08 February 2025

BY- Aajtak Bangla

মুরগি কি রোজ ডিম পারে? ঠিক করে অনেকেই বলতে পারবেন না

মুরগি কি রোজ ডিম পারে? ঠিক করে অনেকেই বলতে পারবেন না

মুরগির প্রজাতি, বয়স, খাদ্য, এবং পরিবেশের ওপর তার ডিম পাড়া নির্ভর করে।

সাধারণত মুরগি ১-২ দিন অন্তর ডিম পাড়ে। 

ভালো স্বাস্থ্যের মুরগি সপ্তাহে ৫-৬টি ডিম পাড়তে পারে। মাসে মোটামুটি ২১ দিন ডিম পাড়ে মুরগি। 

কিছু প্রজাতির মুরগি, যেমন লেগহর্ন বা রোড আইল্যান্ড রেড, বেশি ডিম পাড়ে।

একটি মুরগি বছরে ২৫০-৩০০টি ডিম পাড়তে সক্ষম।

শীতকালে ডিম পাড়ার হার কমে যেতে পারে, কারণ আলো ও তাপমাত্রা ডিম পাড়ার সঙ্গে সম্পর্কিত।

সূর্যের আলো বেশি পেলে মুরগির ডিম পাড়ার হার বাড়ে।

বয়স বৃদ্ধির সঙ্গে ডিম পাড়ার হার কমে যায়।

সাধারণত ২-৩ বছর বয়স পর্যন্ত মুরগি ডিম পাড়ার ক্ষেত্রে সবচেয়ে সক্রিয় থাকে।