BY- Aajtak Bangla

মুড়িকে ইংরেজিতে কী বলে? ইংলিশে পণ্ডিতরাও গুলিয়ে ফেলেন

2 November 2024

প্রত্যেক বাঙালির ঘরে মুড়ি থাকেই। সকাল হোক কিংবা সন্ধ্যা, মুড়ি থাকলে জমে যায়।

বিশেষজ্ঞদের মতে, মুড়ি অত্যন্ত পুষ্টিকর খাবার।

চাল ভেজে মুড়ি তৈরি করা হয়। সকাল, বিকেল কিংবা সন্ধ্যার টিফিনে মুড়ি খুবই উপকারী। 

আবার কেউ কেউ মশলা মুড়ি খেতকে খুব ভালবাসেন।

মুড়ি খেলে যেমন পেট ভরে, তেমনই আবার পেট ভালও থাকে। . .

যাকে বলে কিনা সস্তায় পুষ্টিকর খাবার হল মুড়ি। . .

মুড়িকে ইংরেজিতে কী বলে? এই উত্তর জানা আছে কি?    . .

অনেকেই অবশ্য জানেন মুড়ির ইংরেজি। আবার অনেকে সঠিক উত্তরটি জানেন না।

মুড়ির ইংরেজি হল Puffed Rice.