মুর্শিদাবাদের আদি নাম কী ছিল? অনেকেই জানেন না

BY- Aajtak Bangla

13 April 2025

আজকের মুর্শিদাবাদ বিখ্যাত জেলা-শহর। কিন্তু এর নামের পেছনে রয়েছে বর্ণময় ইতিহাস।

মুর্শিদাবাদ: ইতিহাসের শহর

একসময় এটি বাংলা, বিহার ও ওড়িষ্যার রাজধানী ছিল। প্রতিষ্ঠাতা ছিলেন নবাব মুর্শিদকুলি খাঁ।

রাজধানী ছিল

১৮শ শতকে মুর্শিদাবাদ ছিল এক সমৃদ্ধশালী শহর। জনসংখ্যা ছিল প্রায় ৭ লাখ।

বিশ্বমানের শহর

এখানে বাস করতেন ধনকুবের জগৎ শেঠ ও বড় আর্মেনীয় ব্যবসায়ীরা। শহরটি ছিল এক আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র।

বাণিজ্য ও ব্যাঙ্কিং

মুর্শিদাবাদের প্রাচীন নাম ছিল সৈদাবাদ। নামটি এসেছিল সুবাদার সৈয়দ খাঁ-র নাম থেকে।

সৈদাবাদ থেকে শুরু

আকবরের আমলে মখসুস খাঁ নামের একজন ওমরাহ রাজমহলের ফৌজদার ছিলেন। তাঁর নামানুসারেই নাম হয় মুখসুসাবাদ বা মুখসুদাবাদ।

মুখসুসাবাদ

বাংলা থেকে পর্তুগিজদের সরাতে সৈন্য নিয়ে এসেছিলেন তিনি। মুখসুসাবাদে তৈরি করেন বিশ্রামাগার ও বাজার এলাকা।

এসেছিলেন মখসুস খাঁ

১৭০৪ সালে নবাব মুর্শিদকুলি খাঁ রাজস্ব কেন্দ্র ঢাকা থেকে আনেন মুখসুদাবাদে। এরপর এর নাম পাল্টে রাখেন মুর্শিদাবাদ।

নবাব মুর্শিদকুলি খাঁ

দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের অনুমতি নিয়ে নামকরণ হয় ‘মুর্শিদাবাদ’। নিজের নামেই শহরের নতুন পরিচয় তৈরি করেন নবাব।

ঔরঙ্গজেবের অনুমতি

মুর্শিদাবাদ শুধু শহর নয়, এটি বাংলার ইতিহাসের অংশ।  

ইতিহাসের সাক্ষী