28 DEC, 2024

BY- Aajtak Bangla

এই ২টো জিনিসিই হল গাঁদা গাছের সেরা খাবার, আজেবাজে কথা না শুনে জানুন

গাঁদা ফুল সাধারণত শীত থেকে বসন্ত পর্যন্ত ফোটে। কিছু  গাছে গ্রীষ্মেও খুব ভালো ফুল দেয়।

ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত আপনার বাগানে এটি লাগাতে পারেন।

অনেকেই বাড়িতে এই গাছ লাগাতে ভালবাসেন ।

কিন্তু মাঝে মধ্যে ঠিক মত ফুল আসে না, জানুন উপায়-

বাগানের যেই দিকটায় রোদ ভাল আসে সেই দিকেই গাঁদা গাছ লাগান।

এই গাছে খুব বেশি জল দেবেন না। অতিরিক্ত জলের কারণে এর শিকড় পচতে শুরু করে যার ফলে এটি নষ্ট হয়ে যায়।  

মাটিতে পুষ্টিগুণ কম থাকলেও কম পুষ্টিসমৃদ্ধ মাটিতেও গাঁদা ফুল জন্মে।

নানা জায়গায় নানা লোকে নানা কথা বলে। তবে শীতে গাঁদা গাছের জন্য সবচেয়ে ভাল খাবার হল সর্ষের খোল পচা জল।

আর একটা খাবার ১৫ দিন অন্তর দিতে পারেন সেটা হল এনপিকে ১০ ২৬ ২৬। জলে গুলে গাছের গোড়াতে দিতে হবে।