BY- Aajtak Bangla
27 March, 2025
বিভিন্ন পদ রান্নায় সর্ষের তেল ব্যবহার করা হয়ে থাকে। তবে এই তেল চুলের যত্ন নিতেও সাহায্য করে।
এতে অ্যান্টিঅক্সিড্যান্ট, আয়রন, ক্যালশিয়াম রয়েছে ভরপুর পরিমাণে। এছাড়াও এই তেলে রয়েছে ভিটামিন এ, ডি এবং কে।
চুলের নানা সমস্যার সমাধান লুকিয়ে আছে এই তেলে। বাইরেল ধুলোবালি, দূষণ চুলের অবস্থা খারাপ করে দেয়। তবে সর্ষের তেলের সঠিক ব্যবহারে চুলের অনেক সমস্যা দূর হয়ে যায়।
চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন এই সর্ষের তেল? আসুন জেনে নিই
দু’চামচ সর্ষের তেলের সঙ্গে কয়েক চামচ নারকেল দুধ মিশিয়ে এই মিশ্রণটি ভালো করে চুলে মাখুন। এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়বে। চাইলে প্রতিদিনই ব্যবহার করা যেতে পারে এই মাস্ক। এতে চুল নরম এবং জেল্লাদার হবে।
সর্ষের তেলের সঙ্গে ২ চামচ আমলকির পাউডার মিশিয়ে নিন। এই তেল মাথায় মেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলেই চুলের ঘনত্বও বাড়বে। পাকা চুলের সমস্যাও মেটাবে।
আধকাপ সর্ষের তেলের সঙ্গে কয়েকটি কারিপাতা ফুটিয়ে নিন। তেল ঠান্ডা করে মাথার ত্বকে এবং চুলের গোড়ায় ভালো করে মালিশ করুন। সপ্তাহে ৩দিন এই তেল ব্যবহার করলে চুলের গোড়া শক্তিশালী হবে।