BY- Aajtak Bangla

পাকা চুল হবে পার্মানেন্ট কুচকুচে কালো, খেল দেখাবে সর্ষের তেল

25th October, 2024

চুলের সমস্যা নেই এমন মানুষের সংখ্যা খুবই কম।

বর্তমান জীবনযাত্রায় ছেলে-মেয়ে উভয়েরই অল্প বয়সেই পেকে যাচ্ছে চুল। আর তা কালো করতে কালার-ডাই এইসব লাগাতে হচ্ছে।

আসলে নিয়ম মেনে সঠিক ভাবে চুলের যত্ন না নিলে কম বয়সেই চুল পেকে যেতে পারে।

পাকা চুল কালো করতে সবথেকে ভাল হল সর্ষের তেল। এই তেলে তেলে মেহেন্দি পাউডার মিশিয়ে নিয়ে মাসাজ করলে চুল শুধু মজবুতই হবে না, সেই সঙ্গে চুলও গোড়া থেকে কালো হবে। 

প্রাকৃতিক উপায়ে চুল কালো করার জন্য এই বিশেষ তেলকে বেশি কার্যকর বানাতে এক কাপ সর্ষের তেল এবং তিন টেবিলচামচ হেনা পাউডার বা হেনা পাতা নিতে হবে।

এ বার জেনে নেওয়া যাক, এই বিশেষ তেল তৈরির প্রক্রিয়া।

গ্যাসে একটি লোহার কড়াই ভাল করে গরম করে নিয়ে তাতে এক কাপ সর্ষের তেল দিতে হবে।

তেলে মেহেন্দি পুরোপুরি ভাবে মিশে গিয়ে তেল কালো হলে গ্যাস বন্ধ করে দিতে হবে। এর পর তেলের কড়াইকে ১ ঘণ্টা ভাল করে ঢেকে রেখে দিতে হবে।

তেলের মিশ্রণ ঠান্ডা হলে তা ছেঁকে নিয়ে একটি কাচের শিশিতে ভরে রাখতে হবে। এই তেল নিয়মিত ব্যবহার করলে চুল কালো হবেই।