BY- Aajtak Bangla
30 May 2024
সর্ষের তেল ছাড়া আমাদের জীবন কার্যত অচলই বলা চলে। রোজকার রান্নায় সর্ষের তেল লাগেই।
আবার, নানা রোগ-নিরাময়েও সর্ষের তেলের জুরি মেলা ভার।
রোজ সারা গায়ে সর্ষের তেল দিয়ে মালিশ করলে ত্বক ভাল থাকে। শুধু তাই নয়, রোগজীবাণু নাশ হয়।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন মাথায় সর্ষের তেল লাগালে আজীবন চুল কালো থাকবে।
সর্ষের তেল এবং নারকেল তেল মিশিয়ে মুখে মাসাজ করলে ত্বকে ঔজ্জ্বল্য আসে। . .
নিয়মিত সর্ষের তেল লাগালে ডার্ক স্পট, ট্যান বা পিগমেন্টেশনের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। . .
সর্ষের তেলে রয়েছে ভিটামিন এ, ই এবং বি কমপ্লেক্স। এতে রিংকল কমাতে সাহায্য করে।
সর্ষের তেলে রয়েছে অ্যান্টি ব্যাকটিরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদন। যা অ্যালার্জি কমাতে সাহায্য করে।
নিয়মিত চুলে সর্ষের তেল লাগালে চুলের গোড়া মজবুত হবে।