13 March 2025

BY- Aajtak Bangla

২ মিনিটে উঠে যাবে হোলির রং, খেলার আগে এটা মাখুন

রং খেলার পর তা শরীর থেকে তোলা এক বড় কাজ। তিন থেকে চারদিন রং লেগে থাকে শরীরে। বাদুড়ে রং হলে তো কথায় নেই। দিন সাতেক সময় লাগে তুলতে। তখন বাইকে বেরোতেও সমস্য়া হয়। 

তবে হোলি খেলার আগে কয়েকটা সাধারণ নিয়ম মানলে রং খুব তাড়াতাড়ি শরীর থেকে তোলা যায়। খুব কম খরচেই তা সম্ভব। কী কী সেই নিয়ম? আসুন জেনে নিই। 

রং খেলার আগে আপাদমস্তক সর্ষের তেল মেখে নিতে হবে। তাহলে খেলার পর রং তুলতে সুবিধে হবে। তেল থাকার ফলে রং ত্বকে বসতে পারবে না। 

রং খেলতে নামার মিনিট ১৫ আগে সর্ষের তেল মাখতে হবে। তাহলে ভালো কাজ দেবে। অলিভ অয়েলও মাখতে পারেন। তবে সর্ষের তেল খুব ভালো কাজ দেয়। 

সানস্ক্রিনের সঙ্গে নারকেল তেল মিশিয়ে আপাদমস্তক মাখুন। রং তুলতে তাহলে কষ্ট হবে না। খুব জেদি রংও সহজে উঠে যাবে। কান ও ঘাড় থেকে রং উঠতে সব থেকে বেশি সময় নেয়। সেজন্য ওই দুই জায়গাতে বেশি করে তেল মাখুন। 

বাদুড়ে রং ব্যবহার করলে তা তোলা খুব কঠিন কাজ হয়ে যায়। সেক্ষেত্রে সিনডেট বার ব্যবহার করুন। এটা ঠিক সাবান নয়। তবে রং তুলতে ওস্তাদ। 

রং তোলার সময় খুব জোরে ঘষবেন না। তাতে কাজ হয় না। আলতো হাতে রং তুলুন। একাধিক বার সাবান মাখুন। তা না করে জোরে ঘষলে ত্বকের ক্ষতি হতে পারে। 

স্নানের পর অবশ্যই মইশ্চরাইজার ব্যবহার করুন। তাহলে স্কিনের ক্ষতি হবে না। রং খারাপ হলে ত্বকের নানা সমস্যা হতে পারে। তবে মইশ্চরাইজার ব্যবহার করলে সেই ক্ষতির সম্ভাবনা কমবে।